৩০০ প্যারাট্রুপারসহ দুটি রাশিয়ান বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার দু’টি সামরিক বিমান ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ভূপাতিত করা বিমান দুটি অন্তত ৩০০ রুশ সেনা বহন করছিল বলে জানিয়েছে তারা। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দেয়া এক বিবৃতিতে ইউক্রেন সরকার দাবি করে, কিয়েভের দক্ষিণে বিলাসেরকভা এলাকায় আনুমানিক ৩০০ রাশিয়ান প্যারাট্রুপার বহনকারী দুটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে তারা। রাজধানী কিয়েভের উপকণ্ঠে বিমান দু’টিকে গুলি করে নামানো হয় বলে তারা জানায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি।

এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গুলি করে ভূপাতিত করা বিমান দুটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আইএল-৭৬ মডেলের ওই বিমানগুলো ১৯৭৪ সালে ব্যবহার করতে শুরু করে রাশিয়া। এগুলো মূলত মাঝারি পাল্লার সামরিক পরিবহন বিমান হিসেবে পরিচিত। চার ইঞ্জিনবিশিষ্ট এই বিমান পরিপূর্ণ সামরিক সরঞ্জামে সজ্জিত ১৫০ থেকে ২২৫ জন সেনা বহনে সক্ষম। মূলত, প্যারাট্রুপারদের যুদ্ধে ময়দানে নামানো এবং যুদ্ধরত সেনাদের জন্য অস্ত্র ও অন্যান্য সাপ্লাই সরবরাহের কাজে এ ধরনের বিমান ব্যবহার করা হয়।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply