বান্দরবানের রুমা উপজেলায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ায় ১৫টি ঘরের সব পুরুষকেই গ্রেফতার দেখানো হয়েছে নিহতদের স্বজনের করা হত্যা মামলায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় পাড়া প্রধান ল্যাংরুই ম্রো ও তার চার ছেলেকে। পরে ঝিরিতে ফেলে দেয়া হয় তাদের মরদেহ।
পরদিন শুক্রবার সকালে গ্রাম পুলিশ এসে পরিস্থিতি দেখে ঘটনা জানায় রুমা থানায়। ওইদিন বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
/এমএন
Leave a reply