ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দলের টিম বাসে বোমা বিস্ফোরণ

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল বাহিয়ার টিম বাসে বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় ক্লাবটির তিন ফুটবলার আহত হয়েছেন।

সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তাদের গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে আঘাত পান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই বিস্ফোরণে আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো।

আরও পড়ুন: রাশিয়ার হামলায় শঙ্কায় ইউক্রেনের ফুটবল

ব্রাজিলের এই ক্লাবের টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। সিটে রয়েছে রক্তের দাগ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তন করলো উয়েফা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply