বাগেরহাটের কচুয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়নি এখনও। এ ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তোভোগীর ভাষ্য, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাবা-মা আত্মীয়ের বাড়িতে যাওয়ায় বাসায় একাই ছিল সে। রাতে এলাকার কয়েকজন বখাটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন চালায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরে কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের ফলে অসুস্থ মেয়েটির চিকিৎসা চলছে।
/এডব্লিউ
Leave a reply