ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ পদে আ. লীগের জয়

|

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু। শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ভোটগ্রহণ হয়। এতে ১১ হাজার ৪৬২ জন আইনজীবী ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা দল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply