ভূমি অপরাধ কমাতে হচ্ছে নতুন আইন, দলিল যার জমি হবে তার: ভূমিমন্ত্রী

|

ভূমি অপরাধ কমাতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এই আইন হলে দলিল যার জায়গা জমি হবে তার। এক্ষেত্রে দলিল খতিয়ে দেখা হবে। ভুয়া দলিল দিয়ে জমি পাওয়া যাবে না।

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে উন্নয়ন ও সমুন্নয়ের উদ্যোগে ‘ভূমি বিষয়ক আইন ও নীতি: চরাঞ্চলের বাস্তবতা’ শীর্ষক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, শিগগিরই স্যাটেলাইট ইমেজ নিয়ে ডিজিটাল সার্ভে শুরু হবে পটুয়াখালী ও বরগুনায়। বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামের এটাই হবে শেষ সার্ভে।

ভূমিমন্ত্রী বলেন, তিনফসলী জমিতে কৃষি কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। চরের জমিতে প্রকৃত ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

এ আলোচনায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply