ডেটিং অ্যাপে ইউক্রেনীয় নারীদের আকর্ষণ করার চেষ্টা করছে রুশ সেনারা

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে সর্বাত্মক হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধের চেষ্টা করছ ইউক্রেনও। এরই মধ্যে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে ইউক্রেনের নারীদের আকর্ষণ করার চেষ্টা করেছেন রুশ সেনারা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র হাতে সামরিক পোশাকে রুশ সেনারা ইউক্রেনের নারীদের ছবি পাঠিয়েছেন। অশালীন ছবিও পাঠিয়েছেন অনেকে। মোবাইল বন্ধের আগে টিন্ডার অ্যাপে রুশ সেনারা সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

ইউক্রেনের এক নারী দাবি করেছেন, বিভিন্ন নামে রুশ সেনারা টিন্ডারে তার কাছে বার্তা পাঠিয়েছেন। দেশটির রাজধানী কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূর থেকেই আসে এ বার্তা।

অবশ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, রুশ সেনারা যখন এসব ছবি পাঠাচ্ছিলেন তখন তারা ইউক্রেনের খারকিভের উত্তরাঞ্চলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

সিনেলনিকোভা নামে ইউক্রেনের ৩৩ বছর বয়সী এক নারী জানান, আমি কিয়েভে থাকি। আমার এক বন্ধু যখন আমাকে জানিয়েছে টিন্ডার জুড়ে রুশ সেনাদের বিচরণ দেখা যাচ্ছে তখন আমি খারকিভে চলে আসি। সেখানে পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল হাতে নিয়ে ছবি তুলতে দেখা গেছে। আরেকজনকে রুশ সামরিক পোশাকে দেখা গেছে। তাদের কাউকে আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়নি। শত্রুকে শয্যাসঙ্গী করার কথা ভাবতেই পারি না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply