ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সাথে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যেখানে মোদির কাছে ‘রাজনৈতিক সমর্থন’ কামনা করেছেন জেলেনেস্কি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানান জেলেনেস্কি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায় এ তথ্য।
টুইটে জেলেনস্কি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। আমাদের ভূমিতে রাশিয়ার এক লাখের বেশি আক্রমণকারী। তারা কৌশলে আমাদের আবাসিক ভবনগুলোতে গুলি চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত যেন আমাদের সহায়তা করে এর আহ্বান জানাচ্ছি।
শুক্রবার ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ভারত। ভারত ছাড়াও ভোটদানে বিরত থেকেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত। একে রাশিয়ার বিজয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া।
UNSC’s consideration of the draft resolution on Ukraine
📺Watch: India’s Explanation of Vote by Permanent Representative @AmbTSTirumurti ⤵️@MeaIndia pic.twitter.com/UB2L5JLuyS
— India at UN, NY (@IndiaUNNewYork) February 25, 2022
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে রাশিয়ার। এই দেশগুলোর কোনো একটি ভেটো দিলে পরিষদে কোনো প্রস্তাব পাস হয় না।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করার পর থেকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদে অনেকবার বৈঠক হয়েছে৷ কিন্তু রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় নিরাপত্তা পরিষদ রাশিয়ার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি। এবারও তারা সেই ক্ষমতাই প্রয়োগ করেছে।
জেডআই/
Leave a reply