রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে কয়েক হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দ্রুত এইসব মরদেহ রাশিয়ায় পাঠাতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের সহযোগিতা চায় দেশটি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এই দাবি করেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আইরিনা ভেরিয়াশচুক।
ভেরিয়াশচুক বলেন, রাজধানী কিয়েভে ঢোকার আগে তাদের সেনাদের পাল্টা অভিযানে মৃত্যু হয় বহু রুশ সেনার। যদিও কিয়েভের এমন দাবিতে এখনও কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন।
ভেরিয়াশচুক আরও বলেন, এরই মধ্যে পশ্চিমা দেশগুলো থেকে আরও অস্ত্র পাঠানো হয়েছে কিয়েভে। মস্কোকে আবারও বলছি, আপনাদের সন্তানদের ঘরে ফিরিয়ে নেন, নাহলে এমন আরও প্রাণ ঝড়বে।
এদিকে, বন্ধুদেশ হিসেবে অবশেষে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে ইউক্রেনের জন্য ৩৫০ মিলিয়ন ডলারের সামরিক সহযোগিতার একটি বাজেটের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য মনোনীত করার নির্দেশ দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠিও পাঠিয়েছেন বাইডেন।
এর আগে, শনিবার সকালে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলিদিমির জেলেনেস্কি জানিয়েছেন, ফ্রান্সের পাঠানো অস্ত্র এখন ইউক্রেনের পথে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে কথা হয়েছে তার। এই আলাপচারিতাকে ‘কূটনৈতিক ফ্রন্টলাইনে এক নতুন দিন’ হিসেবে উল্লেখ করেছেন ভোলদিমির জেলেনস্কি।
জেডআই/
Leave a reply