ইউক্রেনে তাণ্ডব চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে দেশটির সঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। পাশাপাশি সূচী নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে ফিফাকে চাপ দিচ্ছে দেশটি। মার্চের ২৪ তারিখে প্লে অফে’র সেমিফাইনালে খেলার কথা ছিল রাশিয়া ও পোল্যান্ডের।
শুধু নিজেরা খেলবে না এই সিদ্ধান্তই নয়, প্লে-অফে একই গ্রুপে পড়া অন্য দুই দেশ চেক প্রজাতন্ত্র ও সুইডেনকেও রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে আহ্বান জানিয়েছে পোল্যান্ড।
এদিকে, ইউক্রেনে’র মাটিতে যুদ্ধ বাঁধিয়ে ক্রীড়া জগতে বেশ চাপের মুখে পড়েছে রাশিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবুর্গ থেকে সরিয়ে প্যারিসে নিয়ে গেছে উয়েফা। আর এবার রাশিয়ার সাথে খেলতে অস্বীকৃতি জানালো পোল্যান্ড।
পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চেজারি কুলেসা শনিবার (২৬ ফেব্রুয়ারি) পোল্যান্ডের না খেলার সিদ্ধান্ত জানান। এক টুইটার পোস্টে চেজারি জানান, ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার আগ্রাসন বেড়ে যাওয়ায় পোল্যান্ড জাতীয় দল রাশিয়ান প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচটা খেলবে না। এটাই সঠিক সিদ্ধান্ত।
চেজারির টুইটটি রি-টুইট করে পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানডফস্কি লিখেছেন, এটাই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের ওপর যখন রাশিয়ার সশস্ত্র আগ্রাসন চলছে সেসময় রাশিয়ার সাথে খেলার কথা ভাবতে পারি না।
জেডআই/
Leave a reply