কিয়েভ ছেড়ে গেছেন জেলেনেস্কি, দাবি করছে রাশিয়া

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি দেশটির রাজধানী কিয়েভ ছেড়ে গেছেন বলে দাবি করেছে রাশিয়া। জেলেনেস্কি এখন দেশটির লিভ শহরে অবস্থান করছে বলেও জানায় রাশিয়া।

রাশিয়ান সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন। প্রতিবেদন রুশ সংবাদমাধ্যম স্পুতনিকের।

ভিয়াচেসলাভ ভলোদিন বলেন, শুক্রবারই ইউক্রেনের প্রেসিডেন্ট রাজধানী কিয়েভ ত্যাগ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভিডিও প্রকাশ করছেন, তা আগের ধারণ করা।

এর আগে শুক্রবার রাতে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দেখুন আমরা কেউ দেশ ছেড়ে চলে যাইনি। আমি আছি, আমার প্রধানমন্ত্রীও ‌আছেন। আছেন অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আমাদের সৈন্যরাও এতটুকুও পিছপা হননি। সাধারণ নাগরিকরাও আছেন যে যার জায়গায়। আমরা সবাই মিলে ইউক্রেনের স্বাধীনতাকে রক্ষার জন্য লড়ছি। এবং আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। জয় হোক বীরদের, জয় হোক ইউক্রেনের।

পরদিন টুইটারে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, অনেক ধরনের খবরই ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছে আমি নাকি ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছি। তাই আমি পরিষ্কার করে বলছি, এগুলো সবই গুজব। এসব গুজবে কান দেবেন না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply