পুতিনের উত্থানের ইতিহাস

|

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় ভ্লাদিমির পুতিনের নাম। এর পরের বছরই নির্বাচনে জয়লাভের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি।

২০০০ সালে ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই গণমাধ্যমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন পুতিন। এ ঘটনা তার একচ্ছত্র আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সমালোচকদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দিতে সক্ষম হন তিনি। বলা হয়ে থাকে, সেই থেকে আজও পর্যন্ত রাশিয়ার মানুষ সেটাই দেখে যা পুতিন দেখাতে চান।

তবে ভঙ্গুর রাশিয়ার অর্থনীতিকে টেনে তোলায় ক্রমেই জনপ্রিয়তা বাড়তে থাকে পুতিনের জনপ্রিয়তা। ২২ বছরে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট এসেছে আর যুক্তরাজ্যে ক্ষমতা বদল হয়েছে ৬ জন প্রধানমন্ত্রীর।

ক্ষমতার গ্রহণের শুরুর দিকে পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক ছিল পুতিনের। ২০১৪ সালে অভিযান চালিয়ে তড়িত গতিতে ক্রাইমিয়া দখলে নিয়ে নিজেদের শক্তি দেখিয়ে দেয় পুতিন। ইউক্রেনে চলমান অভিযান চালানোর আগ পর্যন্ত এটিকেই তার সবচেয়ে বড় বিজয় হিসেবে মনে করা হত।

বিশ্লেষকদের মতে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়া দেশগুলোকে রুশ রাজনৈতিক প্রভাব বলয়ে ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply