খুলনায় একটি বেসরকারি হাসপাতালে এসি মেরামত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন অহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণি এলাকায় মনিপাল এএফসি বেসরকারি হাসপাতালে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টায় হাসপাতালে নষ্ট হওয়া একটি এসি মেরামত করছিলেন রনি ও রাজু। এসিতে গ্যাস ভরার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় সিলিন্ডার। গোটা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রাজুর অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থল পরিদশন করেছে পুলিশ।
/এডব্লিউ
Leave a reply