পশ্চিমা বিশ্ব ইউক্রেনে যেসব সহায়তা পাঠাচ্ছে

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের সেনারা প্রতিরোধ গড়ে তোলার পর কিয়েভে বিপুল অস্ত্র এবং অর্থ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব। অন্তত ২৫ দেশ সহায়তা পাঠাবে কিয়েভে।

জার্মান চ্যান্সেলর ওলাভ শলৎজ জানিয়েছেন, কিয়েভকে এক হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র, ৫০০ স্ট্রিংগার মিসাইল পাঠানো হবে। এর মাধ্যমে সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র রফতানি না করার দীর্ঘদিনের নীতিমালা থেকে সরে এলো বার্লিন।

চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ইউক্রেনের জন্য এই যুদ্ধ নিঃসন্দেহে বিপর্যয়। তবে, রাশিয়ার জন্যেও বয়ে আনছে দুঃসময়। জার্মানির স্পষ্ট অবস্থান জানতে চায় গোটা বিশ্ব। তাই বলছি, শিগগিরই দেশরক্ষায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা করবো আমরা। পুতিনের চালানো আগ্রাসনের এরথেকে ভালো জবাব হতে পারে না। ইউক্রেনের সাধারণ মানুষের প্রতিরোধ ব্যবস্থার কারণে ‘ইউ টার্ন’ নিয়েছে যুদ্ধ পরিস্থিতি। এ অবস্থায়, কিয়েভকে সমর্থন যোগানো ইউরোপের দায়িত্ব।

আরও পড়ুন: পুতিন স্মার্ট সেটা সমস্যা নয়, আমাদের নেতারা বুদ্ধিহীন: ট্রাম্প

নেদারল্যান্ডসও জানিয়েছে, ৫০টি ‘প্যানজারফস্ট-থ্রি’ ট্যাংক বিধ্বংসী অস্ত্র পাঠাবে কিয়েভে। সাথে থাকবে ৪০০ রকেট। রুশ হামলার পর ইউক্রেনে সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে পশ্চিমারা। তবে আস্তে আস্তে ইউক্রেনকে নানাভাবে সাহায্য করতে শুরু করছে পশ্চিমারা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply