রুশ বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা ফ্রান্সের

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

রাশিয়ার বিমান চলাচলের ক্ষেত্রে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। রোববার (২৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের পরিবহনমন্ত্রী জিন-ব্যাপটিস্ট জেব্বারি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটবার্তায় এ তথ্য জানান। খবর আল জাজিরার।

টুইটবার্তায় জিন-ব্যাপটিস্ট বলেন, আজ সন্ধ্যা থেকেই ফ্রান্সের আকাশসীমা রুশ বিমানের জন্য বন্ধ হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউরোপ ঐক্যবদ্ধ।

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সৈন্যদের হাত থেকে ছিনিয়ে নেয়ার দাবি করেছেন স্থানীয় গর্ভনর। রাশিয়ার আগ্রাসন থামাতে দেশটির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) অভিযোগ দায়ের করেছে ইউক্রেন। রোববার এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি।

এক টুইট বার্তায় জেলেনেস্কি বলেন, গণহত্যার জন্য অবশ্যই রাশিয়াকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা রাশিয়ার সামরিক কার্যক্রম বন্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চাই এবং পরবর্তী সপ্তাহ থেকেই তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আশা করছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply