রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরমাণু ‘প্রতিরোধী’ বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পুতিন তার সামরিক বাহিনীর প্রধানদের দেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি তার দেশের বিরুদ্ধে পশ্চিমাদের ‘বন্ধুত্বহীন’ পদক্ষেপ নেয়ার অভিযোগ আনেন।
পুতিন বলেন, আমি প্রতিরক্ষামন্ত্রী ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফকে রুশ সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধ পরিষেবার একটি বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা দেশগুলো শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই আমাদের দেশের প্রতি বন্ধুত্বহীন নয়… আমি মনে করি এসব অবৈধ নিষেধাজ্ঞা।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে উত্তেজনা বেড়ে চলেছে। এর মধ্যে পুতিনের এই নির্দেশ উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের দেশ রাশিয়া। সেইসঙ্গে দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে।
আরও পড়ুন: চুল্লিতে নিজ সেনাদের দেহ ‘ভ্যানিশ’ করছে রাশিয়া!
ইউএইচ/
Leave a reply