রাশিয়ার সাথে বৈঠকে বেলারুশ সীমান্তে প্রতিনিধি দল পাঠাবে ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন-বেলারুশ সীমান্তে রাশিয়ার সাথে বৈঠকের জন্য একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে ফোনালাপ করেন জেলেনস্কি। তাদের মধ্যে আলোচনার পরেই এই সিদ্ধান্ত জানায় কিয়েভ।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে রাশিয়ার সাথে সংলাপে বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেন। এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। কিন্তু এই আলোচনার জন্য তিনি শর্ত দিয়ে বলেন, বেলারুশে তিনি বৈঠক করতে রাজি না।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply