ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর বিমান হামলা করতে প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, বেলারুশের সেনারা একটি বিশেষ অভিযানের জন্য তাদের বিমানগুলি অস্ত্রে সজ্জিত করছে। ইউক্রেনের ঊর্ধ্বতন সূত্র ডেইলি মিররকে জানিয়েছে, বেলারুশের অভ্যন্তরীণ এই তথ্য যদি সত্য হয় তাহলে বুঝতে হবে তারা প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নিচ্ছে।
তিনি আরও বলেন, বেলারুশ তাদের ভূখণ্ড থেকে বিধ্বস্থ ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা তাদের সীমান্তে কয়েকটি যুদ্ধ বিমানকে যত্রতত্র ঘোরাফেরা করতে দেখেছে। বিমানগুলি বেলারুশের সৈন্য দিয়ে ভর্তি ছিল।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
/এনএএস
Leave a reply