রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে না ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে দলগুলোকে যেকোনো মূল্যে মাঠে থাকার অনুরোধ জানান তিনি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) কর্মস্থলে যোগ দেয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রয়োজনে বিএনপিসহ অন্যান্য দলকেও আলোচনার জন্য অনুরোধ জানাবেন বলে জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের। সে চেষ্টায় ঘাটতি থাকবে না ইসির। পরে তা মূল্যায়ন করবে জনগণ।
সমালোচনার তীর মাথায় নিয়ে শপথের পরদিন কর্মস্থলে যোগ দেয় নতুন কমিশন। এদিন সকাল দশটার আগেই আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তাকে স্বাগত জানান কমিশন সচিবসহ অন্যান্য কর্মকর্তারা। এরপর কয়েক মিনিটের মধ্যেই আসেন বাকি চার কমিশনারও।
প্রথম দিনে কুশল বিনিময়ে ব্যস্ত থেকেছে নতুন কমিশন। দুই ঘণ্টার বেশি সময় চলে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা। নিজেদের কর্মপন্থার প্রাথমিক বার্তা দেন শুরুতে।
সংবাদ সম্মেলনে সিইসি বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক। সেখানে তীব্র লড়াই থাকা স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত লড়াইয়ে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন আসতে বাকি প্রায় দুই বছর। তবে এর আগেই সিটি নির্বাচনে নিরপেক্ষতার পরীক্ষায় বসতে হবে নবনিযুক্ত কমিশনকে।
/এমএন
Leave a reply