মদ খেয়ে গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। রোববার (২৭ ফেব্রুয়ারি) মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে বান্দ্রা পুলিশের কাছে গ্রেফতার হন এই সাবেক ক্রিকেট তারকা।
আপাতত জামিনে মুক্তি পেয়েছেন ৫০ বছর বয়সী বিনোদ কাম্বলি। তবে এই ঘটনার পর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার পক্ষ থেকে।
মাতাল হয়ে মুম্বাইয়ের বান্দ্রায় গাড়ি চালাচ্ছিলেন কাম্বলি। সেই সাথে আরেক সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ারের স্ত্রী তাজাস্বানি পাওয়ারের গাড়িতেও ধাক্কা দেন কাম্বলি। সেই সাথে বাক-বিতণ্ডায়ও জড়ান তিনি প্রতিবেশীদের সাথে।
ঘটনাটি নিশ্চিত করে বান্দ্রা পুলিশ জানায়, তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।
আরও পড়ুন: ফুটওয়ার্কে তামিমের দুর্বলতাকে প্রকাশ করে দিলেন ফারুকি!
Leave a reply