রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ‘জোট নিরপেক্ষ’ সুইজারল্যান্ডের

|

সুইজারল্যান্ডের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত।

এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জোট নিরপেক্ষ হিসেবে পরিচিত দেশ সুইজারল্যান্ড। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় দেশটির প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস।

ইউক্রেনে রুশ আগ্রাসনকে গণতন্ত্র ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবরোধ আরোপের সিদ্ধান্ত নিলো দেশটি। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অবরোধের তালিকাভুক্ত ৩৩৬ রুশ নাগরিকের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ তালিকায় রয়েছে প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নামও। খবর বিজনেস ইনসাইডারের।

সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়া বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা সুইস ব্যাংকগুলোতে রুশদের বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে বলে ধারণা করা হয়। রাশিয়ার সাথে ফ্লাইট বন্ধের ঘোষণাও দিয়েছে সুইজারল্যান্ড।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন প্রথম বৈঠকে অগ্রগতি কতটুকু?

প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসন চালানোর দায়ে দফায় দফায় রাশিয়ার ওপর অবরোধ-নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপ-আমেরিকাসহ মিত্র দেশগুলো। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সুইফটের তালিকা থেকে বাদ পড়ছে বেশ কয়েকটি রুশ ব্যাংকের নাম। এর ফলে সুইফটের সাথে রুশ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক রিজার্ভের ওপরও থাকছে কড়াকড়ি। এ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে রাশিয়ার আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হবে। সেই সাথে অচল হয়ে পড়বে আমদানি-রফতানি বাণিজ্য।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply