এবার মূত্র পরীক্ষাতেই ক্যান্সার নির্ণয়

|

এবার মূত্র পরীক্ষা করেই জানা যাবে ক্যান্সার হয়েছে কিনা। এতে করে এই মরণব্যাধি চিহ্নিত করা আরও সহজ হলো। আর এটাই বিশ্বের প্রথম যে এভাবে মূত্র পরীক্ষা করে ক্যান্সার চিহ্নিত করতে পারা। জাপানের একটি ফার্ম এই পদ্ধিত আবিষ্কারের ঘোষণা দেয়।

জাপানের ইঞ্জিনিয়ারিং ও আইটি হিটাচি করপোরেশন দুবছর আগে মূত্র পরীক্ষা করে ব্রেস্ট ও কোলন ক্যান্সার চিহ্নিত করার প্রাথমিক টেকনোলজি আবিষ্কার করে। সেটাইকে এখন উন্নত করে ঘোষণা করেছে মূত্র পরীক্ষা করে ক্যান্সার হয়েছে কিনা তা জানা যাবে।

হিটাচির মুখপাত্র ওডিরা বলেন, আমরা ২৫০টির বেশি মূত্র স্যাম্পল টেস্ট করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। যদিও এই পদ্ধতি প্রাথমিক পর্যায়ে রয়েছে। কার্যকর করা হলে ক্যান্সার টেস্ট সহজ হবে। এমনকি ক্যান্সার চিহ্নিত করতে রক্ত পরীক্ষারও প্রয়োজন পড়বে না।

এদিকে এই মূত্র পরীক্ষা করে শিশুদের ক্যান্সারও চিহ্নিত করা যাবে। কেননা যেসব ছোট শিশুদের শরীরে সিরিঞ্জ প্রবেশ করা যায় না তখন ক্যান্সার চিহ্নিত করা সহজ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply