যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ রুশ বিমান চলাচল; অ্যাপল, মাস্টারকার্ড আর যা যা মিলছে না রাশিয়ায়

|

ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডার পথ ধরে নিজ আকাশসীমায় রুশ বিমানের চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ ঘণ্টার মধ্য সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছে তারা। বিবিসরি একটি খবরে জানানো হয়েছে এমন তথ্য।

বিভিন্ন দেশ এবং জোটের পর বহুজাতিক প্রতিষ্ঠানগুলোও রাশিয়ার সাথে বন্ধ করছে বাণিজ্য। রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে টেক জায়ান্ট অ্যাপলও। বন্ধ রেখেছে লেনদেন প্রক্রিয়া অ্যাপল পে এবং লাইভ ট্র্যাফিক ট্র্যাকিং সিস্টেমও। এছাড়া, শিপিং জায়ান্ট মেস্ক, এমএসসি ও সিএমএ-সিজিএম ঘোষণা দিয়েছে, রাশিয়া থেকে পণ্য আমদানি-রফতানি করবে না তারা। এমনকি ভিসা ইন-কর্পোরেশন ও মাস্টারকার্ডও তাদের নেটওয়ার্ক থেকে বাদ দিয়েছে রুশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে।

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে মস্কোতে তারা পরিচালনা করছে না কোনো কার্যক্রম। রুশ বিমানের জন্য যন্ত্রপাতি সরবরাহ, যান্ত্রিক ত্রুটি সারাই এবং প্রযুক্তিগত সহায়তা দেয়াও স্থগিত রেখেছে কোম্পানিটি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply