প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

|

ফাইল ছবি।

প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে আজ থেকে। আজ শুরু হয়ে ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত।

এরপর ২১ রমজান থেকে শুরু হবে ঈদের ছুটি। ঈদের পর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেহেতু স্বাভাবিক সময়ের মতোই ক্লাস হবে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা। প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম শুরু হবে আরও দুই সপ্তাহ পর।

এদিকে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply