ফারজানা ইসলামের মেয়াদ শেষ, জাবিতে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলমকে। ১ মার্চ বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পরিবর্তে অধ্যাপক আলমকে দায়িত্ব দিয়ে একটি অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আজ ২ মার্চ অধ্যাপক ফারজানার দ্বিতীয় মেয়াদের শেষ কর্মদিবস।

মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়টির পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক ড. মো. নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক নুরুল আলম বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ২০১৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply