রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে কানাডাও

|

ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি বরাবর পিটিশন দায়ের করবে কানাডা।

মঙ্গলবার (১ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি নিশ্চিত করেন এই তথ্য। জেনেভায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ছিল তার ভার্চুয়াল বৈঠক। বৈঠক শেষ করেই কানাডার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশের জন্যেই কানাডার এ উদ্যোগ।

এর আগেই রাশিয়া চলমান যুদ্ধে গণহত্যা পরিচালনা করছে বলে অভিযোগ তোলে ইউক্রেন। আদালত সেটি খতিয়ে দেখার আশ্বাস দেন। আগামী ৭ ও ৮ মার্চ ইউক্রেনের আন্তর্জাতিক বিচার আদালতে ইউক্রেনের অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে। গত রোববার মামলাটি দায়ের করে জেলেনস্কি প্রশাসন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply