নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লারহাট এলাকা থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, আঠারোবাকি নদীর পাশে লাশটি পড়েছিল। গলিত লাশটি চেনার কোনো উপায় নেই। এলাকাবাসীর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরনে কালো রংয়ের বোরকা ছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
ইউএইচ/
Leave a reply