দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পাঁয়তারা চলছে তেল, গ্যাস ও পানির দাম আরও বাড়ানোর; এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব।
তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কষ্ট অনুভব করতে পারছে না। মহামারির এমন পরিস্থিতিতেও সরকার সমর্থকেরা ধনী থেকে আরও ধনী হচ্ছে বলেও দাবি করেন তিনি। খাদ্যপণ্যের দাম কমানো না হলে জাতীয় পার্টি রাজপথেই থাকবে বলেও হুঁশিয়ারি দেন মুজিবুল হক চুন্নু।
মানববন্ধনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের সময় দেশের জনগণ সুখে ছিল, কেউ না খেয়ে থাকত না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
/এমএন
Leave a reply