বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজনের নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর বাসাবোতে বৌদ্ধ মন্দিরে প্রয়াত ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু কুচক্রী মহল দেশে ধর্মীয় বিভাজনের চেষ্টা করে। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশ অনেক দূরে সরে এসেছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা। তিনি আরও বলেন, সারা দেশেই ভোটাধিকার, বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। ভিন্নমত পোষণকারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।
/এমএন
Leave a reply