বাজারে এলো মেসি বার্গার!

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে সবসময় চলে মাতামাতি। মেসির নাম ব্যবহার করে বাজারে অনেক পণ্য ছাড়া হয়। সেই তালিকায় বাজারে এলো নতুন বার্গার। মেসির নামে করা হয়েছে বার্গার। যার স্বাদ নিতে গ্রাহককে খরচ করতে হবে ১০ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ১১৫২ টাকা।

গোল ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক রেস্তোরাঁ হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে নতুন সংযোজন হিসেবে এনেছে লিওনেল মেসির নামের এই বিশেষ বার্গার। রেস্তোরাঁটি মেসির অনুমতি নিয়েই এ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা যায়।

৫০ বছর পূর্তি উপলক্ষে এই রেস্তোরাঁর শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। বার্গারটি নিয়ে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র করা হয়েছে, যেখানে অভিনয় করেছেন স্বয়ং মেসি।

বার্গারটিতে আছে দু’টি বড় সাইজের বিফ প্যাটি। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply