রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখ্য কৌসুলি কারিম খান। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে জানান, আইসিসি’র ৩৯ সদস্য রাষ্ট্রের আহ্বানেই পুতিন প্রশাসনের বিরুদ্ধে আনা হচ্ছে যুদ্ধাপরাধের অভিযোগ। যার আওতায় ২০১৩ সালের নভেম্বর থেকে ইউক্রেন ভূখণ্ডে চালানো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার ঘটনাগুলো লিপিবদ্ধ করা হবে।
এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তথ্য-ছবি-ভিডিওর মতো কারিগরি সহায়তা দেয়ার কথা জানিয়েছে ব্রিটেন। আগামী ৭ ও ৮ মার্চ চলমান যুদ্ধে রাশিয়া গণহত্যা পরিচালনা করছে- ইউক্রেনের এই অভিযোগ শুনবেন আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজে।
ইউএইচ/
Leave a reply