হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে। দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা ও একজনের নিহতের ঘটনায় ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে থাকা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজে হামলা করার কথা নয়। তারপরও হামলার ঘটনা ঘটেছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খালিদ মাহমুদ আরও বলেন, নাবিকদের নিরাপত্তা নিয়ে সরকার চিন্তিত। সেখান থেকে তাদের উদ্ধার বা নিরাপদে রাখতে সব রকমের কূটনৈতিক তৎপরতা চলছে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক্ষেত্রে নির্দেশনাও দিয়েছেন। জাহাজের অন্যান্য নাবিক ও ক্রুদের জন্য খাদ্য মজুদ আছে বলেও জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply