স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়ার ফেরধরা গ্রামে শাকেন মোল্লা (৮০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় ওই শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, শাকেন মোল্লার বয়স বিবেচনায় রিমান্ড চাওয়া হয়নি। তবে সে তার দোষও স্বীকার করেনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
এদিকে, ভিকটিম শিশু কন্যাটি পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। শিশুটিকে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে তার মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
/এনএএস
Leave a reply