রাশিয়ার আরও ১৯ জন শীর্ষ ধনকুবের ও তাদের ৪৭ জন ঘনিষ্ট ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ মার্চ) এ কথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। খবর দ্য গার্ডিয়ানের।
হোয়াইট হাউস জানায়, নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ও রাশিয়ার শীর্ষ ধনী আলিসার উসমানোভ। তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। মূলত ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত হওয়ায় তাদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
আরও পড়ুন: ইউক্রেনে পুতুল সরকার গঠন করবে রাশিয়া, প্রেসিডেন্টের নাম স্থির: মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন
হোয়াইট হাউস আরও জানায়, প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ তৈরি করতেই এ পরিকল্পনা করেছে তারা। এর আগে আলিসার উসমানোভের বিলাশবহুল প্রমোদতরী ও ব্যক্তিগত বিমান জব্দ করে জার্মানি। এদিকে, রুশ ধনকুবেরের সাথে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দেশটির প্রশাসন।
Leave a reply