ইউরোপজুড়ে ইন্টারনেট বিভ্রাট, সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

গত কয়েকমাস ধরেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সাইবার হামলার অভিযোগ উঠে আসছে। তবে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপে বড় আকারে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই এখন সত্যি হলো। শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনসহ ইউরোপের একাধিক দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে হাজার হাজার ব্যবহারকারী অফলাইন হয়ে যাওয়ার খবর সামনে আসে। ধারণা করা হচ্ছে, রুশ সাইবার হামলার ফলেই ঘটেছে এই বিপত্তি। খবর এনডিটিভির।

ফ্রান্সের মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন করপোরেশন ‘অরেঞ্জ’ এর তথ্য মতে, তাদের আওতাধীন একটি স্যাটেলাইট পরিষেবার ৯ হাজার ব্যবহারকারী অফলাইন হয়ে যান গত ২৪ ফেব্রুয়ারি। এরপর থেকে তারা ইন্টারনেট ছাড়াই আছেন। সংস্থাটির সহযোগী মার্কিন স্যাটেলাইট অপারেটার প্রতিষ্ঠান ‘ভিয়াস্যাট’ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছে।

আরও পড়ুন: ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার

ফ্রান্স ছাড়াও একই অভিযোগ জার্মানি, হাঙ্গেরি, ইতালি এবং পোল্যান্ডেও। দেশগুলোর বিশাল একটি অংশ বর্তমানে ইন্টারনেট বিচ্ছিন্ন। এরজন্য রাশিয়ার বড় সাইবার হামলাকেই দুষছে দেশগুলো। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি রাশিয়া।

প্রসঙ্গত, যুদ্ধবিরোধী এবং ইউক্রেনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা রুখতে ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। পাশাপাশি, রুশ সেনাকে নিয়ে ভুয়া খবর রটালে সর্বোচ্চ সাজা হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের নতুন আইন এনেছে পুতিন সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply