ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ মেনে নিতে পারেননি অনেক রুশ নাগরিকই। এর একটি বড় উদাহরণ তৈরি করলেন রুশ টেলিভিশন চ্যানেল ‘রেইন টিভি’র কর্মীরা। বৃহস্পতিবার (৩ মার্চ) শেষ সম্প্রচারে লাইভে এসে চ্যানেলটির সব কর্মীই একযোগে পদত্যাগ করে অফিসরুম ছেড়ে বেরিয়ে যান। এ সময় ‘যুদ্ধ নয়’ শ্লোগান দিতেও দেখা যায় তাদের। অবশ্য এর আগেই যুদ্ধের তথ্য প্রচার করায় এই টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল পুতিন প্রশাসন। খবর আলজাজিরার।
নিজেদের শেষ লাইভ সম্প্রচার চলাকালীন একটি বিবৃতিতে বলা হয়, এই চ্যানেলের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এরপরই ওই কক্ষ থেকে একে একে বেরিয়ে যান সকলে।
পরে টেলিভিশন পর্দায় ভেসে ওঠে ‘সোয়ান লেক’ ব্যালে নাচের ভিডিও। ঘটনাচক্রে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলগুলোতে এই ব্যালের ভিডিও চালানো হয়েছিল।
Meanwhile TVRain, the last independent media outlet operating in Russia, has shut down — here's the last few minutes of its broadcast, poorly Google Translated. It then cut to Swan Lake, which has particular relevance: https://t.co/XXtUHroZkt pic.twitter.com/Iq7HSal7FW
— Timothy Burke (@bubbaprog) March 3, 2022
Leave a reply