পটুয়াখালীর দুমকীতে বিএনপি-যুবলীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

|


স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকীতে বিএনপি-যুবলীগের সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম। এছাড়া বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলেও নিশ্চিত করেন ওসি।

ওসি বলেন, যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী দেয়ায় ঝামেলা হয়েছে এসময় কনস্টেবল দেলোয়ার আহত হয়েছেন। এছাড়া লোকমুখে শুনেছি উভয় দলের আরও ৭-৮ জন আহত হয়েছে। সংঘর্ষের জন্য উপজেলা বিএনপি ও যুবলীগ পরস্পরকে দায়ী করছেন।

স্থানীয় সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টার দিকে জড়ো হতে থাকে। এমন সময়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে উপজেলা আওয়ামী-যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

এসময় দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আহত বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাঙচুর ও অন্তত পঞ্চাশজন নেতা-কর্মীকে আহত করেছে।

অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন জানান, সারাদেশে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে সহিংসতা হয়। এতে তাদের দলের কয়েকজন আহত হয়েছে।

দুমকী থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরেও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply