রূপগঞ্জে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

|

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফতানিমুখী একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকার সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড এর নিটিং সেকশনে এই আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সিকদার অ্যাপারেলস গার্মেন্টস এর নিটিং সেকশন ছুটির পর রাত ৯টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। এ সময় আগুনের শিখা বেড়ে গিয়ে পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পরে। এক পর্যায়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ওই সেকশনে থাকা কোটি টাকার কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply