জেলেনস্কির সাথেও কথা বলেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী

|

ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও ফোনালাপ হয় জেলেনস্কির। টুইটবার্তায় নিজেই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিরাপত্তা, অর্থ সহায়তা ও রাশিয়ার ওপর অব্যাহত নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন তারা। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রায় ৩০ মিনিটের মতো আলোচনা হয় দুই প্রেসিডেন্টের।

এদিকে মস্কো সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রয়টার্স বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করার জন্যই তিনি রাশিয়া সফর করেছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক হয় দুই নেতার। এসময় উপস্থিত ছিলেন দুই দেশের কর্মকর্তারা। এই আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি দুই দেশের তরফ থেকে।

পুতিনের সাথে সাক্ষাতের পরই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে দেখা করতে যান বেনেট। মস্কো সফরের আগে আবার ফরাসি প্রেসিডেন্টের সাথেও কথা বলেন তিনি। পুতিনের সাথে নিজের বৈঠকের বিষয়ে বেনেটকে অবগত করেন ইমানুয়েল ম্যাকরন।

/এডিব্লউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply