আর্জেন্টিনার স্কোয়াডে ফিরলেন মেসি

|

ছবি: সংগৃহীত

চার মাস বিরতি দিয়ে আবারও আর্জেন্টিনা দলে ফিরলেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য তাকে রেখে ৪৪ সদস্যের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।

জাতীয় দলের জার্সিতে সবশেষ নভেম্বরে খেলেছিলেন এলএমথার্টি। এরপর করোনায় আক্রান্ত হন এই সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। অবশ্য করোনামুক্ত হলেও জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে খেলেননি তিনি। ক্লাবের সাথে মানিয়ে নিতে সে সময় মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২৬ ও ৩০ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দুটি দিয়েই আকাশী নীল জার্সিতে ফিরবেন লিওনেল মেসি। ৪৪ সদস্যের দলে এবার নেয়া হয়েছে বেশ কিছু তরুণ মুখ।

আরও পড়ুন: এলচেকে হারিয়ে তিনে বার্সেলোনা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply