রাজবাড়ীতে পুকু‌রে ডু‌বে দুই যমজ বোনের মৃত্যু

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী গোয়ালন্দ উপ‌জেলা প‌রিষ‌দের পুকু‌রে ডু‌বে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া টাপুর ও টুপুর (১০) না‌মের দুই যমজ বো‌নের মৃত্যু হ‌য়েছে। শিশু টাপুর ও টুপু‌রের বাড়ি উপ‌জেলার মাল্লাপ‌ট্টি এলাকায়।

শ‌নিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত ওই দুই শিশুর বাবা মা‌য়ের বিচ্ছেদ হ‌য়ে গে‌ছে। সেই সুবা‌দে তারা না‌‌নির বাড়িতেই থাক‌তো। দুপুরে উপ‌জেলা প‌রিষ‌দের পেছ‌নের থাকা পুকু‌রে গো‌সলের জন্য আবদার করে। এ সময় তারা সাঁতার না জানার কারণে নানীর বাধা দেয়া সত্ত্বেও গোসলের জন্য পুকুরে নামে। পরে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরার কারণে পুকুরে গিয়ে তাদের মরদেহ দেখতে পান নানী।

এরই মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ও‌সি স্বপন কুমার এর সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply