ওবায়দুল কাদের- ফাইল ছবি
গণঅভ্যুত্থান হওয়ার মতো অবস্থা দেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমন পরিস্থিতি তৈরির সক্ষমতা বিএনপির নেই।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ’ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। বিএনপি কথায় কথায় নিজেদের দলের মূলনীতি পরিবর্তন করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি জানান, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। আসছে কাউন্সিলে সংগঠনটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। আওয়ামী লীগের সাথে জড়িত থেকে কেউ অপকর্ম করে ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
Leave a reply