আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম

|

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তিন বছরের মধ্যে তেলের দাম উঠে এসেছে সর্বোচ্চ অবস্থানে।

শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক- ব্রেন্ট ক্রুডের তেলের ব্যারেলপ্রতি বিক্রয়মূল্য ছিল, ৭৪ দশমিক শূণ্য-সাত ডলার। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দাম ওঠে সর্বোচ্চ ৬৮ দশমিক তিন-আট ডলারে।

তেলের ঊর্ধ্বমুখী দামের কারণ হিসেবে- যুক্তরাষ্ট্রের তেলের মজুদে কমতে থাকা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সরবরাহ কমিয়ে দেয়াকে দায়ী করা হচ্ছে।

অবশ্য হঠাৎ এ মূল্যবৃদ্ধির জন্য তেল রফতানিকারক সংস্থাগুলোর জোট- ওপেক-কে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি কৃত্রিমভাবে তেলের দাম বাড়াচ্ছে ওপেক। ২০১৪ সালে বিশ্ববাজারে তেলের অব্যাহত মূল্য হ্রাসের মুখে সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply