ইসরায়েলি সেনার হামলায় ৪ ফিলিস্তিনির মৃত্যু

|

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে ৪ জনের। আহত হয়েছে হাজারের বেশি মানুষ।

শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভে নামে ১০ হাজারের বেশি মানুষ। এসময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অনেকে হতাহত হয়। টানা চতুর্থ সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এ নিয়ে প্রাণ গেছে ৩৯ জনের। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার।

গেলো ৩০ মার্চ থেকে ইসরায়েলের দখলকৃত পিতৃভূমিতে ফেরার কর্মসূচি ‘মার্চ ফর রিটার্ন’ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। নিজেদের ভূখণ্ড ফেরতের এই কর্মসূচি ১৫ মে ইসরায়েলের স্বাধীনতা দিবস পর্যন্ত চালানোর ঘোষণা দিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply