ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০

|

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি জোটের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার চালানো এ হামলায় আহত হয়েছে আরও বেশ কয়ক জন।

প্রশাসন জানায়, তিয়াজ প্রদেশের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এক নারীসহ হুতিদের দুই সদস্য নিহত হয়েছে। রিয়াদের দাবি, কোন বেসামরিক নাগরিক নয়, হামলার প্রধান লক্ষ্য হুতি গোষ্টি।

দীর্ঘদিন ধরে হুদিতের দখলে ইয়েমনের রাজধানী। সম্প্রতি রিয়াদে বেশকিছু মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন। তবে আঘাত হানার আগেই তা ধংস করার দাবি সৌদি সরকারের।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘ বলছে, ইয়েমেন সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ হাজারের বেশি মানুষের। এছাড়া গৃহহীন হয়েছে ২০ লাখের বেশি বাসিন্দা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply