ফাইল ছবি
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে নামাজ, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন। গুনাহ মাফ আর রহমতের আশায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মুসল্লিরা জানান, শবে বরাতের রাতে পাপ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ চেয়েছেন তারা।
বরকতময় রজনী শবে বরাতে দূর দুরান্ত থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়েছিলেন অনেকেই। করোনার কারণে গত দুই বছর নানা বিধিনিষেধের কারণে মসজিদে জনসমাগম হয়নি। তাই এবার মসজিদে এসে আল্লাহর কাছে রহমত, মাগফেরাত ও নাজাত চেয়েছেন মুসল্লিরা।
মসজিদ থেকে বেরিয়ে, বিভিন্ন করবস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। বিশ্বাস, এ রাতে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আল্লাহ। এর বাইরে পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ ও দান-খয়রাত করেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ।
/এসএইচ
Leave a reply