ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ন্যাশনাল পার্ক সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে বুধবার রাত ভর অভিযানে ২৮৮ জনকে গ্রেফতার করে মহানগর পুলিশ। তাদের মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ১১ জনকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করে মহানগর পুলিশ।
গ্রেফতারকৃত মামলার আসামিরা হলেন, শহীদ খান জজ, দেলোয়ার হোসেন, রতন চন্দ্র সাহা, নজরুল ইসলাম আকন্দ, জয়নাল আবেদীন ফকির, নারায়ণ চন্দ্র গৌর মানিক, মো. আল ইমরান, আব্দুল মান্নান, তোফায়েল আহমদ, আবুল বাশার, রাশেদুল ইসলাম।
মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ২১০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, কেরু এন্ড কোম্পানির ৪ বোতল ইম্পেরিয়াল হুইস্কি ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, মাদকদ্রব্য উদ্ধারের জন্য নিয়মিত মামলার পাশাপাশি জুয়া খেলার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বন্ধ
ইউএইচ/
Leave a reply