বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ, ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত যুবকের লাগলো ৩২টি সেলাই

|

ছবি: প্রতীকী

বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীর ওপর ব্লেড নিয়ে হামলা চালিয়েছে একদল যুবক। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ক্ষত স্থানে মোট ৩২টি সেলাই লেগেছে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, ওই যুবকের নাম মো. ফায়েজ আফজাল আলি। সে বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা। রাজপুর চৌহাটি হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সন্ধ্যায় বাড়িতে পড়ালেখা করছিল আফজাল। সেই সময় আচমকাই তার বাড়ির সামনে বেশ কয়েকজন স্থানীয় যুবক হাজির হয়ে বাজি ফাটাতে শুরু করে। বাজির আওয়াজে পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় বাড়ির বাইরে এসে বাজি ফাটাতে বারণ করে। তাতেই ক্ষিপ্ত হয় ওই যুবকেরা ওপর অতর্কিত ব্লেড নিয়ে হামলা চালায় দু’জন। তার ঘাড়, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় লুটিয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, উচ্চ মাধ্যমিক ওই পরীক্ষার্থীর ক্ষতস্থানে মোট ৩২টি সেলাই পড়েছে।
আরও পড়ুন: রোগীর মূত্রনালীতে মিললো কাঁচের গ্লাস! সফল অস্ত্রোপচারে বের করে আনলেন চিকিৎসকরা
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply