কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
নিবার্চনকে সামনে রেখে বিএনপি নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আগামী দুই বছর পর নিবার্চন। নিবার্চনকে সামনে রেখে বিরোধী দল ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি, এ ধরনের পরিস্থিতী মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে।
রোববার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার বা হৈচৈ পড়ে যাওয়ার মতো এমন কিছু হয়নি। বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা এই দ্রব্যমূল্যের সামান্য কিছু উর্ধ্বগতির জন্য দেশের একটা অরাজকতা সৃষ্টি ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সবসময় মানুষের পাশে ছিল। আমরা আজকে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। দেশে কোনো হাহাকার হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা খুব সচেতন আছি। প্রয়োজনে আরও খাদ্য ও অন্যান্যভাবে সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ জেলার অনান্য নেতাকর্মীরা।
এসজেড/
Leave a reply