গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

|

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৌশ কোচের সাথে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন।

রবিবার (২২ এপ্রিল) ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামে একটি নৌশ কোচ পঞ্চগড় যাচ্ছিলো। কোচটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছলে ঢাকাগামী বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়া এসময় শিশু ও নারীসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। তাদের মধ্যে দুই-তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক চালকের ঘুমকে দায়ি করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply